নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: মাহে রমজানকে স্বাগত জানিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস পালনের ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী মুসলমানরা। রমজানকে সামনে রেখে নিউইয়র্কে ‘মহিমান্বিত মাহে রামাদান ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার করেছে নিউইয়র্কের আলেম-উলামাদের সংগঠন ইমাম কাউন্সিল অব ব্রঙ্কস।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি হলে এ সেমিনারের আয়োজন করা হয়। রমজানে শারীরিক, মানসিক প্রস্তুতিসহ হালাল খাবারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয় সেমিনারে।
ইমাম কাউন্সিল অব ব্রঙ্কসের সাধারণ সম্পাদক বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় সেমিনারে কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হাদী জালালী।
সেমিনারে বিষয়কভিত্তিক প্যানেল আলোচনায় অংশ নেন হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরী, মাওলানা হামিদুর রহমান, মাওলানা রশিদ জামিল, মাওলানা আব্দুল লতিফ ও মাওলানা আব্দুল হাদী জালালী। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল আলোচকরা।
সেমিনারের আলোচকরা কুরআন হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বর্ণনা করেন। রমজানে ইফতার, সেহেরী, তারাবীর ফজিলতসহ সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন।
মূলত: রমজানকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশী মুসলমানদের ব্যাপক প্রস্তুতির কথাই স্মরণ করিয়ে দেয়া হয় হয় সেমিনারে। আলোচকরা বলেন, ‘রমজান মুসলমানের জন্য আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। এ জন্য প্রয়োজন পূর্বপ্রস্তুতি। সঠিক পরিকল্পনা গ্রহণ। রমজানকে কীভাবে নিষ্ঠা ও ইখলাসের সঙ্গে আমল ও ইবাদতের মাঝে কাটানো যায়- সে চিন্তা করা। শারীরিক-মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। রমজানে যেন জীবনের গতিপথ বদলে যায় নিজের আমলের মাধ্যমে এমন সংকল্প নেয়া। চারিত্রিক উৎকর্ষতা ও আত্মিক পরিশুদ্ধি সর্বক্ষেত্রেই যেন রমজানের প্রভাব পরিলক্ষিত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষের মাঝে ইসলামের সঠিক ধারণা ছড়িয়ে দিতে হবে।’
নতুন প্রজন্মদের মসজিদমুখি শিক্ষার কথাও বলেন বক্তারা।
বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা সেমিনারে উপস্থিত ছিলেন। তারা ইমাম-ওলামাদের এমন আয়োজনের জন্য সাধুবাদ জানান।
পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে সেমিনার শেষ হয়।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন