মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

শিরোনাম

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা

বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

প্রিন্ট করুন

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান ও সরঞ্জাম রয়েছে। সেখানে এমন সব প্রকল্প বানানো হচ্ছে, যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ত্বরান্বিত করতে সক্ষম।’ এবারই প্রথম নাতাঞ্জে হামলার খবর জানা গেল, বিষয়টি তা নয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–এর প্রধান বিবিসিকে জানান, গত শুক্রবার নাতাঞ্জে একদফা হামলা চালিয়েছিল ইসরাইল। হামলায় নাতাঞ্জে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো ‘পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজেদের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেই বিষয়ে গত রোববার ইরানের পক্ষ থেকে আগের অবস্থান পুর্ণব্যক্ত করা হয়েছে। ৩৫ সদস্যের আইএইএর পর্ষদকে ইসরাইলি হামলার জোরালো প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি গভীরভাবে সুরক্ষিত (বাংকারযুক্ত) একটি স্থাপনা। কেন্দ্রটির অস্তিত্ব প্রথম সামনে আসে ২০০২ সালে। এই স্থাপনার দুটি সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রায় ৭০টি সেন্ট্রিফিউজের সারি আছে। ২০২১ সালের এপ্রিলে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় একদফা হামলা হয়েছিল।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনেরও বেশি। ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ বেসামরিক নাগরিক এবং ১৫৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি।

যদিও ইরান এখনো পর্যন্ত ইসরাইলি হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন