নিউজ ডেস্ক: আমেরিকার একজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, হামলায় কয়েকটি বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। ইরানের ফোরডো ও নাতাঞ্জ পরমাণু ক্ষেত্রে স্থানীয় সময় রবিবার শুরুর সময়ে অ্যামেরিকা হামলা চালিয়েছে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
ইরানের জ্যেষ্ঠ তিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়। নিউ ইয়র্ক টাইমসের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, ইরানের সময় রাত আড়াইটার দিকে পরমাণু ক্ষেত্রগুলোতে হামলা চালানো হয়।
অ্যামেরিকার একজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, হামলায় কয়েকটি বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। বি-২ বোমারু বিমান ৩০ হাজার পাউন্ড বা প্রায় ১৩ হাজার ৬০৭ কেজি ওজনের বোমা বহন করতে পারে। ইরানের পরমাণু ক্ষেত্রে সম্ভাব্য হামলায় অ্যামেরিকা এসব বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করতে পারে বলে আলোচনা ছিল।
ইরানের তিনটি পরমাণু ক্ষেত্রে অ্যামেরিকার বোমা হামলা চালানোর কথা জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে সরাসরি যুক্ত হয় দেশটির সামরিক বাহিনী। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের যুদ্ধে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র অ্যামেরিকার যুক্ত হওয়া নিয়ে কয়েক দিনের ধোঁয়াশার পর ট্রাম্প এ ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার রাতে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’ তিনি আরও বলেন, ইরানের ফোরডো পারমাণবিক ক্ষেত্রে বিমানবোঝাই বোমা ছোড়া হয়েছে। বর্তমানে সর বিমান নিরাপদে বাড়িতে ফিরছে। ইরানে ১৩ জুন থেকে শুরু করা হামলায় অ্যামেরিকাকে যুক্ত করতে পীড়াপীড়ি করছিল ইসরায়েল।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন