শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

‘ইরানে ড্রোন হামলা চালালো ইসরায়েল’

সোমবার, জানুয়ারী ৩০, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: ইরানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। যদিও হামলাটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

রোববার (২৯ জানুয়ারি) দেশটির ইস্ফাহান শহরের একটি যুদ্ধাস্ত্রের কারখানা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় ব্যবহৃত একটি ড্রোন ভূপাতিত করা হয়। আর দু’টি ড্রোন কারখানার ছাদের ওপর বিস্ফোরিত হয় বলেও জানায় মন্ত্রণালয়।

তেহরানের পক্ষ থেকে আরও জানানো হয়, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া অবকাঠামোরও বড় কোনো ক্ষতি হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও এখন পর্যন্ত ইরানের ভেতর ড্রোন হামলা নিয়ে মুখ খোলেনি ইহুদিবাদী ইসরায়েল। অবশ্য প্রকাশ্যে তারা এ ধরনের হামলা নিয়ে কোনো কিছু বলে না। তবে ইসরায়েল অসংখ্যবার হুমকি দিয়েছে, যদি পশ্চিমারা ইরানের পরমাণু কার্যক্রমের লাগাম টানতে ব্যর্থ হয় তাহলে দেশটির সামরিক অবকাঠামোয় হামলা চালাবে তারা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন