সিএন প্রতিবেদন: চলমান ইরান-ইসরাইলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে তর্ক বির্তকের শেষ নেই। খোদ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সংঘাতে জড়ানোর আগুনে ঘি ঢেলেছে। তবে যুক্তরাষ্ট্রকে এ সংঘাতে দেখতে চান না মার্কিনিদের একটা বিরাট অংশ। খোদ ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকানরাও যুদ্ধের বিরোধী। এমনকি, ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) প্রচারণার অংশীজনরাও যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানোর বিরোধী।
সম্প্রতি ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে একটি জরিপ চালানো হয়েছে। দ্য ইকোনোমিস্ট বা ইউগভ এ জরিপ চালায়।
জরিপে অংশ নেওয়া ১৬ শতাংশ মার্কিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ সংঘাতে জড়াবে। পক্ষান্তরে ৬০ শতাংশ মনে করেন সংঘাতে জড়াবে না। আর ২৪ শতাংশ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
দলের হিসেবে ৬৫ শতাংশ ডেমোক্র্যাট, ৬১ শতাংশ স্বাধীনচেতা রাজনৈতিক ও ৫৩ শতাংশ রিপাবলিকান ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর বিরোধী।
জরিপটিতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের এক হাজার ৫১২ প্রাপ্ত বয়স্ক।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন