ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রান্স ইন্টারকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
ম্যাক্রোঁ বলেন, ‘আমি মনে করি যে, এ মুহূর্তে অগ্রাধিকার হল আমাদের একটা রাজনৈতিক সমাধানে পৌঁচানো দরকার। আর সেটা হল গাজায় যুদ্ধের জন্য আমাদের ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা।’
ম্যাক্রোঁ এমন সময় এ আহ্বান জানালেন, যখন ইসরাইল গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় গেল প্রায় এক বছর ধরে সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইলের বাহিনী। এ আগ্রাসনের জন্য প্রয়োজনীয় সব অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।
এ দিকে, ক্ষেপণাস্ত্র হামলার উত্তর দিতে ইরানে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের বাহিনী। শুধু ইরানে নয়, লেবানন ও গাজাসহ অন্যান্য ফ্রন্টে বড় আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার সেনারা। শনিবার (৫ অক্টোবর) ইসরাইলের একাধিক সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে।
ফিলিস্তিনের গাজা, লেবানন ও সিরিয়ায় অব্যাহত হামলা ও হামাসের প্রাক্তন রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের একাধিক কমান্ডারকে খুনের উত্তরে গেল মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইসরাইল ওই হামলার ‘সময় ও সুযোগ মত সমুচিৎ উত্তর’ দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। সেই লক্ষ্যেই দেশটির সামরিক বাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদে জানানো হয়েছে। অবশ্য গাজা ও লেবাননে হামলা বন্ধ নেই। শনিবারও (৫ অক্টোবর) উভয় অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন