শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইসরাইলকে আরো ৬৮ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইসরাইলকে আরো ৬৮ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সহায়তার সংবাদ এমন সময়ে সামনে এল, যখন এক দিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টার কথা বলে অন্য দিকে ইসরাইলকে অস্ত্র সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন।

এই অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে কয়েক শত বোমা ও বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম।

কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল। গেল সেপ্টেম্বরে কংগ্রেসের কমিটি এটি যাচাই-বাছাই করে। পরে অক্টোবরে বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য তা জমা দেয়। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো এ অস্ত্র সহায়তার বিষয়ে কিছু জানায়নি বাইডেন প্রশাসন।

এক বছরেরও বেশি সময়ের রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের। বহু কাঠখড় পোড়ানোর পর অবশেষে মঙ্গলবার (২৬ নভেম্ব) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে। বুধবার (২৭ নভেম্বর) ভোর চারটা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। এর মেয়াদ ৬০ দিন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন নেতানিয়াহু।

যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের সেনাদের প্রত্যাহার করা হয়নি। আকাশপথে চলছে নিয়মিত টহল। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরাইলের সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন