রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

শিরোনাম

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬

প্রিন্ট করুন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরাইলকে চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। তার মতে, প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনো চূড়ান্ত ও কার্যকর হতে পারে।

সাংবাদিক হ্যাডলি গ্যাম্বলের সঙ্গে ‘অন দ্য রেকর্ড’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ‘ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে।’ এছাড়া ইসরাইল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন।’

গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানেরবক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। এরদোগান বলেছেন, শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত।

ফিদান জানান, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে অংশ নিতে তুরস্ক আগ্রহী, তবে যেকোনো ধরনের সেনা মোতায়েন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত ঐকমত্যের ওপর নির্ভর করবে বলে তিনি স্পষ্ট করেন।

ইরান প্রসঙ্গে হাকান ফিদান যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি বলেন, আমি আমার মার্কিন বন্ধুদের পরামর্শ দেব—এটা করবেন না।’

ফিদান আরও বলেন, নিষেধাজ্ঞা ইতোমধ্যে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং অভ্যন্তরীণ বিক্ষোভ উসকে দিচ্ছে। তার মতে, তেহরান এখনো আলোচনার পথে আগ্রহী, তবে কোণঠাসা বোধ করলে তারা কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতিও নিতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানে স্থিতিশীলতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।’ এ জন্য কূটনৈতিক সংলাপকেই একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন