রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

শিরোনাম

ইসরাইলি ‘যুদ্ধযন্ত্রের মূল হোতা’ ১৭ বিজ্ঞানীর তথ্য ফাঁস

রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

প্রিন্ট করুন

ইসরাইলের ১৭ জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে ‘হান্দালা’ নামের একটি হ্যাকার গ্রুপ। ইরানি সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হ্যাকার গ্রুপটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এটিকে ‘নজিরবিহীন ফাঁস’ বলে উল্লেখ করেছে।

হান্দালা জানায়, ‘আজ আমরা প্রথমবারের মতো ১৭ জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর— পুরুষ ও নারী উভয়েরই অত্যন্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য প্রকাশ করছি। তারা ইহুদিবাদী শাসনের যুদ্ধযন্ত্রের মূল স্থপতি। তারা অজানা কোনো কর্মচারী নয়; বরং তারা ধ্বংসের স্থপতি, সেসব অস্ত্রের নকশাকার, যেগুলো অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু ও কষ্টের কারণ।’

তবে এ পর্যন্ত কোনো সরকারি কর্তৃপক্ষ এই দাবি সম্পর্কে মন্তব্য করেনি এবং ফাঁস হওয়া তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন