রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

শিরোনাম

ইসরাইলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের

শনিবার, নভেম্বর ২২, ২০২৫

প্রিন্ট করুন

ইসরাইলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠনসমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল-ফাসসাম শুক্রবার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বোর্ড অব গভর্নর্সের এক অধিবেশনে এ দাবি তোলেন।

তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে এবং আইএইএ-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সংস্থাই পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ।

রাষ্ট্রদূত আল-ফাসসাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সব দেশই পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি (এনপিটি) ও আইএইএ-এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারাবদ্ধ। কিন্তু ইসরাইল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএইএ-এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং ১৯৯৫ সাল থেকে এনপিটি পুনর্বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতেও সহযোগিতা করছে না।

তিনি আরও বলেন, ইসরাইল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৪৮৭ মানতে ব্যর্থ হয়েছে। ওই প্রস্তাবে ইসরাইলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার বিষয়ে নির্দেশনা রয়েছে। একই সঙ্গে ১৯৯৫ সালের এনপিটি পুনর্বিবেচনা সম্মেলন এবং আইএইএ সাধারণ সম্মেলনের ৫৩তম অধিবেশনের (২০০৯) সিদ্ধান্তসমূহেও ইসরাইলের ইচ্ছার অভাব স্পষ্ট।

কুয়েতি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইসরাইলের পারমাণবিক সক্ষমতা ও নিরাপত্তা পর্যবেক্ষণের বিষয়টি বাস্তবসম্মত অগ্রগতি না হওয়া পর্যন্ত আইএইএ-এর আলোচ্যসূচিতে থাকা উচিত।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরাইলকে অবশ্যই তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএইএ-এর পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে বাধ্য করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন