রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সাথে বাইডেনের বৈঠক

বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৮ জুলাই) হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠক করেন এ দুই নেতা।

অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন ও নাগরিক অধিকার নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা সত্বেও দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দেন তারা।

বৈঠকে জো বাইডেন বলেন, ‘ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দৃঢ় ও লোহার মত কঠিন।  মধ্যপ্রাচ্যে আরো স্থিতিশীলতা ও সংহতি আনতে দুই দেশ একসাথে কাজ করছে। আমরা অনেক পরিশ্রম করছি। আমাদের কাজের বেশ উন্নতিও হয়েছে। তবে, আরো অনেক কিছু করতে হবে।’

অন্য দিকে, হারজোগ বাইডেনের প্রশংসা করে বলেন, ‘বাইডেন ইসরাইলের অনেক বড় বন্ধু।’

হারজোগ আরো বলেন, ‘আমাদের কিছু শত্রু আছে; যারা মাঝেমাঝে আমাদের কিছু পার্থক্য নিয়ে আমাদের অটুট বন্ধনকে প্রভাবিত করার চেষ্টা করে।’

এ দিকে, হোয়াইট হাউস বলেছে, ‘বাইডেন ও হারজোগ ইরানের রাশিয়াকে পারমানবিক অস্ত্র দেয়া এবং রাশিয়া ও ইরানের প্রতিরক্ষা অংশীদারিত্ব প্রতিরোধের বিষয়ে আলোচনা করেছে। এছাড়া, বাইডেন পশ্চিম তীরে নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন