মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেমে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর বার্তা পৌঁছে দিয়েছেন।
পলিটিকো জানিয়েছে, সাম্প্রতিক হামলা ও আগ্রাসী নীতিতে যুক্তরাষ্ট্রের হতাশা প্রকাশ করেছেন ভ্যান্স। একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন, “ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।”
সম্প্রতি পশ্চিম তীর সংযুক্তিকরণবিষয়ক ইসরায়েলি সংসদের নতুন বিল নিয়েও সমালোচনা করেছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ইসরায়েলপন্থি অবস্থান থেকে ভিন্ন ইঙ্গিত।
এদিকে, টাইম-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতির মুক্তির বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবেন তিনি।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন