শুক্রবার, ০১ আগষ্ট ২০২৫

শিরোনাম

ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

প্রিন্ট করুন

দখলদার ইসরায়েলের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ)। এ হামলা চালানো হয় মোট পাঁচটি ড্রোন ও একটি প্যালেস্টাইন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

বুধবার (৩০ জুলাই) পৃথক বিবৃতিতে এ দাবি করে গোষ্ঠীটি।

বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলা করা হয় ইসরায়েল অধিকৃত ইয়াফা এলাকায়। সেখানে দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয়। সব অভিযান সফল হয়েছে।

তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে।

ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে আরেক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে।

ইয়েমেনি মুখপাত্র বলেন, তাদের বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-’ নামক একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে।

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সেনাবাহিনী বারবার ইসরায়েলগামী জাহাজ এবং স্থল লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন