গাজায় ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফ্রান্সের আনা যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সহিংসতা বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রসঙ্গ ছিল ওই খসড়ায়।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশনের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমি স্পষ্টভাবে জেনেছি যে, সহিংসতার অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে। কোনোখানে মানবাধিকার লঙ্ঘন হলে, সেটা আমরা মেনে নেব না।
কূটনীতিকরা এও বলেছেন, ফ্রান্সের তৈরি করা যে খসড়া যুক্তরাষ্ট্র আটকে দিয়েছে, সেই খসড়া সমর্থন করেছেন অন্তত ১৫ জন সদস্য।
সূত্র: আল-জাজিরা
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন