শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

ইসি গঠনে কাল সন্ধ্যায় রাষ্ট্রপতিকে নাম দেবে সার্চ কমিটি

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার জন কমিশনার নিয়োগের জন্য প্রস্তাবিত ১০টি নাম নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে যাচ্ছে সার্চ কমিটি। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

নাম পাওয়ার পর কবে নাগাদ নতুন সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ হতে পারে- জানতে চাইলে প্রেস সচিব বলেন, বিষয়টি সম্পূর্ণ মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন মনে করবেন, তখন নিয়োগ দেবেন। রাষ্ট্রপতির আদেশের পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।

তবে সুপারিশকৃত নামের মধ্য থেকে ৫ সদস্যের নতুন ইসি গঠন করে বৃহস্পতিবার রাতেই প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে সংস্লিস্ট সূত্র জানিয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, ২০১৭ সালে তখনকার সার্চ কমিটি যেদিন রাষ্ট্রপতির কাছে সুপারিশ তুলে দিয়েছিল, সেদিনই নিয়োগের আদেশ হয়েছিল। তাই এবারও এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নতুন সিইসি ও অন্য চার কমিশনার শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করতে পারেন আগামী রোববার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদেরকে সুপ্রিম কোর্টে শপথবাক্য পাঠ করাবেন। নতুন নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজন করবে।

নতুন ইসির জন্য ১০ জনের নামের তালিকা প্রকাশ করেনি সার্চ কমিটি। তবে বিভিন্ন সুত্র থেকে জানা গেছে সিইসি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন একজন সাবেক সচিব। এ ছাড়া নির্বাচন কমিশনার পদে নিয়োগ পাচ্ছেন পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক জেলা ও দায়রা জজ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

সন্ধ্যা সোয়া ৭টায়  সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসানের নেতৃত্বে কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ১০ জনের নামের তালিকা প্রদান করবেন। কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। 

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন