শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

শিরোনাম

উত্তেজনার মধ্যেই ৫ মার্কিনিকে আটক করল ভেনেজুয়েলা

শুক্রবার, জানুয়ারী ২, ২০২৬

প্রিন্ট করুন

ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়িয়েই চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেলবাহী জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। সম্প্রতি ভেনেজুয়েলার ভূখণ্ডেও প্রথমবারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৫ জন মার্কিন নাগরিককে আটক করেছে কারাকাস।

বুধবার (৩১ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

নিউইয়র্ক টাইমসকে এক মার্কিন কর্মকর্তা জানান, গ্রে ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন দ্বৈত নাগরিক, যাদের কাছে উভয় দেশের পাসপোর্ট রয়েছে। এ ছাড়া আরও দুজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে, যাদের ভেনেজুয়েলার সঙ্গে কোনো স্পষ্ট সম্পর্ক রয়েছে বলে মনে হয় না।

ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বৈধ ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। তবে তাদের মধ্যে অন্তত দুজন আনুষ্ঠানিকভাবে ‘ভুলভাবে আটক’ হয়েছেন বলে ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমস জানায়, ভেনেজুয়েলায় ৫ মার্কিন নাগরিকের আটক হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ভেনেজুয়েলা বিষয়ক কার্যক্রম তদারককারী কলম্বিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস কিংবা ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়–কেউই মন্তব্য করতে রাজি হয়নি।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব অভিযান মাদক পাচার দমনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ২৯টি হামলায় অন্তত ১০৫ জন নিহত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন