শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার ল্যাবএইড চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে মুয়াজ আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মুয়াজ আরিফ বলেছেন, “বাবা অসুস্থ বোধ করছিলেন। আজ দুপুরে হঠাৎ মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে আমরা তাকে ল্যাবএইড হাসপাতাল নিয়ে গিয়েছিলাম, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

এদিকে বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পেরে প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এর আগে উপদেষ্টা আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ।
পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ১৯৭০ সালে আইন পেশায় যুক্ত হন। তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে ছিলেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন