প্রতিবেদকঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস’র) ৭ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে চলবে নির্বাচন।
মোট ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থীকে নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তবে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়ে প্রত্যাহার করে নেন দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি নাজমুল সবুজ এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি জয়নাল আবেদীন। অন্যদিকে অর্থ সম্পাদক পদে দুইজন এবং কার্যকরী সদস্য পদের বিপরীতে ৫ জন প্রতিদ্বন্দিতা করছেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন