সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শিরোনাম

এআই চশমা আনল মেটা, স্মার্টফোনের বিকল্প হতে পারবে?

বুধবার, অক্টোবর ১, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: মোবাইল নির্ভরতা কমাতে নতুন এক যুগের সূচনা করেছে মেটা। সম্প্রতি তারা উন্মোচন করেছে ডিসপ্লেসহ স্মার্ট এআই চশমা। রে-বেন ব্র্যান্ডের এই চশমায় যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির নানা সুবিধা।

চশমার ডান লেন্সে রয়েছে ছোট আকারের এআর ডিসপ্লে, যেখানে নোটিফিকেশন, কল, মেসেজ, ম্যাপ নির্দেশনা কিংবা লাইভ ট্রান্সলেশনও দেখা যাবে। হাতের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে পুরো সিস্টেম, ফলে ফোন হাতে না নিয়েই অনেক কাজ সেরে ফেলা সম্ভব হবে।

চশমাটিতে যুক্ত হয়েছে মেটা এআই সহায়ক। এটি ছবি, ভয়েস কমান্ড ও ভিজ্যুয়াল ইনপুটের মাধ্যমে ব্যবহারকারীর সঙ্গে কাজ করবে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো জনপ্রিয় অ্যাপের সঙ্গে থাকবে সংযোগ। কথোপকথন চলার সময় লাইভ ট্রান্সলেশন সুবিধায় রিয়েল-টাইমে সাবটাইটেল আকারে দেখা যাবে অন্য ভাষার কথা।

ক্লাসিক ওয়েফেরার স্টাইলের এই স্মার্ট চশমা দেখতে সাধারণ হলেও এতে রয়েছে ওয়াটার-রেসিস্ট্যান্ট ফিচার। ক্যামেরা চালু আছে কি না, তা বোঝাতে বাহ্যিক এলইডি লাইটও থাকবে। ব্যাটারি টিকবে প্রায় ছয় ঘণ্টা, রিস্টব্যান্ড ব্যবহার করলে সময় আরও কিছুটা বাড়বে।

মেটা বলছে, এই চশমা শুধু যোগাযোগে নয়, ব্যবহারকারীর ব্যক্তিগত সক্ষমতাও বাড়াবে। দ্রুত সিদ্ধান্ত নিতে, স্মৃতি শক্তি উন্নত করতে ও চারপাশের তথ্য বোঝায় এটি সাহায্য করবে।

মূল সুবিধাগুলো—

১. ফোন ছোঁয়া ছাড়াই অনেক কাজ সেরে ফেলা যাবে।

২. নোটিফিকেশন, বার্তা ও কল সহজে দেখা সম্ভব।

৩. খেলাধুলা বা দৈনন্দিন কাজে তথ্য দিয়ে সহায়তা করবে।

৪. স্টাইলিশ ডিজাইন হওয়ায় সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে।

৫. নিরাপত্তা নিশ্চিতে ক্যামেরা চালু থাকলে এলইডি জ্বলবে।

এআই চশমার দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৯৭ হাজার টাকা। তবে আমদানি শুল্ক ও অন্যান্য খরচ যোগ হলে দাম আরও বাড়তে পারে।

প্রযুক্তিবিদদের মতে, এটি এখনো পুরোপুরি স্মার্টফোনের বিকল্প নয়। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ভবিষ্যতে এমন চশমাই হয়তো স্মার্টফোনকে সরিয়ে দেবে কেন্দ্র থেকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন