মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

এআই দিয়ে বানানো ছবিতে বসাতে হবে লেবেল: পলক

বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো ছবি লেবেল লাগিয়ে ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। লেভেল না লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা বেআইনি হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত ‘আইসিটি অ্যান্ড মেন্টাল হেলথ’ গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে এআই দিয়ে বানানো ছবির ছড়াছড়ি। কোনটা আসল, কোনটা নকল তা ধরাটা মুশকিল। উচ্চশিক্ষিত ও প্রযুক্তিজ্ঞান থাকা ফেসবুক ব্যবহারকারীরাও এটা ধরতে পারছেন না। এজন্য এআই দিয়ে বানানো সব ছবিতে লেবেল লাগানো জরুরি। লেবেল ছাড়া এ ধরনের ছবি ব্যবহার বেআইনি। আমরা যে এআই আইন করছি, সেখানে এটা থাকবে। সেপ্টেম্বরে এ আইনের খসড়া চূড়ান্ত করবো।

জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের একজন তরুণ স্টার্টআপ আমার একটি অ্যাভাটর তৈরি করেছেন। সেটাকে অ্যাভাটর বলা মুশকিল। ছবি-ভিডিও সবই বানিয়েছেন তিনি। হুবহু আমার মতোই দেখতে, আমার কণ্ঠস্বরে সেও কথা বলছে। এভাবে অনেক সময় নারীদের আপত্তিকর ছবি-ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করছে একটি চক্র। আইনগতভাবে এআইয়ের এ কারসাজি ঠেকাতে আমাদের প্রস্তুতি নিতে হবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন