শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

একটি উপায়েই চুলের খুশকি দূর!

শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

প্রিন্ট করুন
image 750x 60c454a347b22 1

কানিছ সুলতানাঃ নারী বা পুরুষ সবারই সৌন্দর্যের এক অন্যতম দিক চুল। সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল কার না পছন্দ। তবে চুলের প্রধান ও অন্যতম সমস্যার মধ্যে একটি হচ্ছে খুশকি। শীত বা গ্রীষ্ম সব ঋতুতেই এই সমস্যায় ভোগেন সবাই!

আবার সাধারণ খুশকি থেকে মাথার ত্বকে দেখা দিতে পারে ইনফেকশন। আপনার হোম কোয়ারেন্টাইনের দিনগুলোতে নিতে পারেন চুলের বাড়তি যত্ন। একদিনেই খুশকি মুক্ত ঝলমলে চুল পেতে ব্যবহার করুন এই রেসিপি। যা রয়েছে আপনার ঘরেই। 

তবে জেনে নিন খুশকি দূর করার উপায়- 

উপাদানটি হলো তেঁতুল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার ঘরে থাকা পুরনো তেঁতুল পানিতে গুলিয়ে নিন। এবার আপনার মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে ১০ থেকে ১২ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন

সপ্তাহে অন্তত দুইদিন এভাবে তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনি মাথার চুলকানিও কমে যাবে। সেইসঙ্গে নিয়মিত চুলে তেল লাগান। দিনে অন্তত দুই থেকে তিন বার চুল আঁচড়ানোর অভ্যাস গড়ুন। 

সূত্র: ইন্ডিয়াএক্সপ্রেস

আর এইচ/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন