শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

একটি সেতু বদলে দিবে লাখো মানুষের জীবনযাত্রা

শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩

প্রিন্ট করুন
picture 20231216 165624 0000

রাঙামাটির লংগদু উপজেলার মাইনী বাজারের পূর্বপাড়ের গুলশাখালী, বগাচতর ও ভাসান্যাদম এলাকা। উপজেলা সদরের সাথে স্থলপথে একমাত্র সংযোগপথে মাইনীমূখ ইউনিয়নের জারুলবাগান ফেরিঘাট এলাকা থেকে বৃহত্তর মাইনী বাজার সংলগ্ন নদীর ওপর একটি সেতুর অভাবে তিন ইউনিয়নের প্রায় লক্ষাধিক জনগোষ্ঠি যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত।

স্বাধীনতার ৫০ বছর পরেও কোন সরকার এখানে সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি। ফলে, এলাকাবাসী যাতায়াত করছে ইঞ্জিন চালিত নৌকা বা বোট দিয়ে। তাছাড়া, স্কুল-কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এ নদী পার হয়ে রীতিমত চলাচল করছে। সেতু না থাকায় কোন যানবাহন চলাচল করতে না পারায় অনেক সময় মুমূর্ষু রোগী নিয়ে বেকাদায় পড়তে হয়।

অপরদিকে, কৃষি পণ্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনে অতিরিক্ত ব্যয় গুনতে হয়। শুষ্ক মৌসুমে এ নদী পারাপার সহজ হলেও বর্ষা মৌসুমে অধিকতর ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়।

বিগত সময়ে নদী পার হতে গিয়ে শিক্ষার্থীসহ অনেকের মারাত্মক আহতের ঘটনা ঘটে। তাই, এখানে একটি নতুন সেতু নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, নদীর একপাড়ে বগাচতর, গুলশাখালী, ভাসান্যাদম ও মাইনী ইউনিয়নের ২টি ওয়ার্ড অবস্থিত এবং অন্যপাড়ে উপজোর প্রাণকেন্দ্র বৃহত্তর মাইনী বাজার, সদর ও শহরগামী যানবাহন স্টেশন। এছাড়াও রয়েছে স্কুল-কলেজ-মাদ্রাসা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। হাজারো মানুষ নিত্য প্রয়োজনে এই নদী পারাপার করে থাকেন। শুষ্ক মৌসুমে নদীটি প্রায় শুকিয়ে গেলেও বর্ষা মৌসুমে কাঁনায় কাঁনায় পানিতে ভর্তি থাকে। এ সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন নদী পারাপার করেন। বছরের পর বছর এ অবস্থা চললেও এই দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

তারা আরো জানান, মাইনী নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে উপজেলার এই ৪ ইউনিয়নের অবিচ্ছিন্ন অর্ধশতাধিক গ্রামের মানুষ উপকৃত হতো। বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে আমাদের নদী পার হতে হয়। তাছাড়া উপজেলা সদরের সাথে যোগাযোগের পথও অনেক সহজ ও সুগম হতো এই সেতু নির্মাণ করা হলে। পাশাপাশি পুরো উপজেলার মধ্যে সেতুবন্ধন রচনা হতো। আমরা মাইনী নদীর উপর একটি সেতু চাই।

আক্ষেপ নিয়ে স্থানীয় লোকজন বলেন, আমাদের দুঃখ দেখার কেউই নেই! প্রতিনিয়ত এই নদী দিয়ে স্কুল কলেজ পড়ুয়া, বিভিন্ন পেশায় কর্মব্যস্ত মানুষ ও ব্যবসায়ীরা অনেক দুর্ভোগ পোহাচ্ছে। সরকার, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আমাদের প্রাণের চাওয়া জরুরি ভিত্তিতে মাইনী নদীতে একটি সেতু নির্মাণ করলে আমাদের এলাকাবাসীর দুর্ভোগ অনেক লাঘব হবে।

এখানে একটি সেতু নির্মাণ করা হলে এলাকার দৃশ্যপট পাল্টে যাবে এবং লাখো মানুষের জীবনযাত্রা বদলে যাবে। ফলে অর্থনৈতিকভাবে লাভবান হবে উপজেলাবাসী।

লেখক: সাকিব আলম মামুন, সংবাদকর্মী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন