ইফতেখার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বেড়েছে বন্দুক সহিংসতার ঘটনা। চলতি বছরে এখনো পর্যন্ত পাঁচ পুলিশ অফিসারের উপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুক হামলা মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় বিভিন্ন মহলে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। এবার অপরাধ দমনে খোদ দেশটির রাস্ট্রপতি জো বাইডেন আসছেন নিউইয়র্ক সিটিতে।
শুক্রবার (২৭ জানুয়ারি) হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে। হোয়াইট হাউস জানায়, বাইডেন বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ সফর করবেন। এ সময় প্রেসিডেন্ট সিটি মেয়র এরিক এডামসের সাথে অপরাধ দমন প্রসঙ্গে বৈঠকে বসবেন।
জানা গেছে, এডামস নববর্ষের দিনে শপথ নেওয়ার পর থেকে পাঁচজন নিউ ইয়র্ক সিটি পুলিশের (এনওয়াইপিডি) অফিসারকে গুলি করা হয়েছে। তারমধ্যে- স্টেটেন আইল্যান্ডে সন্দেহভাজন ড্রাগ হাউসে তল্লাশির সময় একজন অফিসার পায়ে গুলিবিদ্ধ হন। এর একদিন আগে ব্রঙ্কসে এক কিশোরের সঙ্গে লড়াইয়ের সময় একজন এনওয়াইপিডি অফিসার গুলিবিদ্ধ হন । নববর্ষের দিন একজন অফ-ডিউটি পুলিশ গাড়িতে ঘুমন্ত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হোন। এছাড়া সম্প্রতি একটি পারিবারিক বিরোধের মিমাংসা করতে গিয়ে দুই পুলিশ অফিসার গুলিবিদ্ধ হোন। যাদের একজন ইতিমধ্যে মারা গিয়েছেন। এছাড়া ১১ মাস বয়সী এক শিশুর মুখে গুলির ঘটনা ঘটে। যা শহরের জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
সিটির জনসাধারণ বলছেন, যেখানে পুলিশ সদস্যরা নিরাপদ না সেখানে সাধারণ নাগরিকরা কিভাবে নিবিঘ্নে কাটাতে পারে। তাদের দাবি যথাযথ পদক্ষেপের মাধ্যমে শহরের রাস্তা নিরাপদ করা হোক। আহামমেদ কবির নামে এক আমেরিকান-বাংলাদেশি বলেন, “প্রায় প্রতিদিন ওপেন সহিংসতার ঘটনা ঘটছে। যা রাস্তায় চলাচলে শঙ্কিত করে তুলছে। কখন নিজের উপর বন্দুকের গুলি এসে পড়ে সেই ভয়ে আছি। আশা করছি বাইডেনের সফরের পর একটি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
এইদিকে মেয়র এডামস এক বিবৃতিতে বলেছেন,”আমি আগামী সপ্তাহে নিউইয়র্ক সিটিতে রাষ্ট্রপতি বাইডেনকে স্বাগত জানাতে প্রস্তুত। আমি আশা করছি রাস্ট্রপতির এই সফরে আমরা শহরের রাস্তা নিরাপদ করার পরিকল্পনা হাতে নিতে পারবো।”
বিবৃতিতে এডামস বলেন, “জননিরাপত্তা আমার প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা রাষ্ট্রপতি বাইডেনকে দেখাতে চাই কীভাবে ফেডারেল এবং স্থানীয় সরকার নিউ ইয়র্কবাসীদের নিরাপদে রাখতে কাজ করে যাচ্ছেন।”
আইআই/সিএন
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন