চট্টগ্রাম: ভাষা শহিদদের স্মরণ করে চট্টগ্রামে অনুষ্ঠিত হল সংকল্পে একুশ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান।
একুশ মানে মাথা নত না করা’ শিরোনামে এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিটির এমএম আলী সড়কে প্রমা মিলনায়তনে এ শ্রদ্ধার্ঘ্য আয়োজনে ছিল আবৃত্তি সংগীত।
প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে ভাষা শহিদদের স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন আমেরিকা প্রবাসী ডাক্তার ফেরদৌস আহমেদ ফয়সাল, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মাসুদ রানা, চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার অজয় কুমার ঘোষ ও ডাক্তার সুমিষ্টা বড়ুয়া পপিসহ প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল ও সিনিয়র সদস্য শর্মিলী তিওয়ারি।
এতে জাতির সূর্য সন্তান ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের স্মরণ করে আবৃত্তি পরিবেশন করে রাজু দাশগুপ্ত, প্রতিমা দাশ, ফাল্গুনী সিকদার, চৈতি কুন্ডু, তামান্না ইসলাম, রোমেনা আফাজ রুমি, আফসানা ফাইরুজ, লাবণ্য বড়ুয়া, জয়ন্তী দত্ত, হৈমন্তী শুক্লা মল্লিক, সালমা জাহান, রুনা চৌধুরী, অন্তিক দে, সাদিয়া মুনতাহিন, জয়ন্ত বসু, আচরারুল হক, মৌসুমী চক্রবর্তী, মনজুর মুন্না, এটিএম সাইফুর রহমান।
গান পরিবেশন করে প্রমা রায়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন নাজমুল আলিম সাদেকী। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন মামুরা মমতাজ দীপা, কিশোয়ার জাহান তুলি, মেহেদী হাসান, স্নিগ্ধ চৌধুরী, তপতী মজুমদার।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন