বিনোদন ডেস্ক: বলিউডের নয়া সেনসেশন তৃপ্তি দিমরি। ব্লকবাস্টার চলচ্চিত্র ‘অ্যানিমেল’-এ রণবীরের সাথে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তারপর থেকেই চর্চায় এ অভিনেত্রী।
২০১৭ সালে তার অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে। অল্প দিনের ক্যারিয়ার হলেও তৃপ্তি দিমরি একটি চলচ্চিত্রের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। মুম্বাইয়ে রয়েছে তার কোটি টাকার বাড়ি।
অ্যানিমেল মুক্তির আগে, তৃপ্তি দিমরি একটি চলচ্চিত্রের জন্য ২০-২৫ লাখ রূপি নিতেন। কিন্তু, ‘অ্যানিমেল’ চলচ্চিত্রের জন্য প্রায় ৪০ লাখ রূপি নিয়েছিলেন।
‘অ্যানিমেল’-এর সাফল্যের পর তৃপ্তি দিমরি তার পারিশ্রমিক দ্বিগুণ করেছেন। এখন একটি চলচ্চিত্রের জন্য প্রায় ৮০ লাখ রূপি পারিশ্রমিক নেন অভিনেত্রী।
তৃপ্তি দিমরির মোট সম্পত্তির পরিমাণ ২৫-৩০ কোটি রূপি। মুম্বাইয়ে এ অভিনেত্রীর নিজস্ব বাড়ি রয়েছে; যার দাম কোটি টাকা।
সম্প্রতি একের পর এক চলচ্চিত্রে সাফল্য কুড়াচ্ছেন তৃপ্তি। ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তেও বাজিমাত করেছেন তিনি। বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও।
এছাড়া, বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ৩’। কার্তিকের সঙ্গে তৃপ্তির রসায়নে মুগ্ধ নেটপাড়া। বক্স অফিসে চুটিয়ে ব্যবসায়ও করেছে চলচ্চিত্রটি। আর তার রেশ ফিকে হতে না হতেই জানা গেল তৃপ্তি দিমরি ইমতিয়াজ আলির চলচ্চিত্রে কাজ করতে চলেছেন।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন