শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শিরোনাম

এবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা

শনিবার, নভেম্বর ৮, ২০২৫

প্রিন্ট করুন

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ফলে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (৮ নভেম্বর) ইউক্রেনের জ্বালানি মন্ত্রী স্বিতলানা গ্রিনচুক এ খবর নিশ্চিত করেছেন।

বেশ কিছুদিন ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে দেশটির প্রধান হিটিং (তাপ) জ্বালানি উৎপাদনকারী প্রাকৃতিক গ্যাস কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শীতের মাসগুলোতে ইউক্রেন তীব্র তাপ সংকটের ঝুঁকিতে রয়েছে।

জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। এ কারণে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। তবে তিনি নির্দিষ্টভাবে কোনো অঞ্চলের নাম উল্লেখ করেননি।

গ্রিনচুক আরও জানান, জ্বালানি ব্যবস্থার পরিস্থিতি স্বাভাবিক হলেই জরুরি বিদ্যুৎ বিভ্রাট প্রত্যাহার করা হবে। শত্রুদের দুষ্ট পরিকল্পনা সত্ত্বেও এই শীতে ইউক্রেনে আলো ও উত্তাপ থাকবে।

রাশিয়া প্রায় চার বছরের আগ্রাসনে ইউক্রেনের বিদ্যুৎ ও হিটিং গ্রিডকে লক্ষ্যবস্তু করে আসছে, যা গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ধ্বংস করেছে।

ওডেসার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা অঞ্চলে ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ইউক্রেনও সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল ডিপো এবং শোধনাগারগুলোতে হামলা বাড়িয়েছে। এর লক্ষ্য হলো মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করা এবং সারা দেশে জ্বালানি ঘাটতি সৃষ্টি করা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন