বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শিরোনাম

এবার ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থানে সৌদি আরব

বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

প্রিন্ট করুন
এবার ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থানে সৌদি আরবের

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে উদ্বেগের মধ্যে সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র।

বুধবার (১৪ জানুয়ারি) সংবাদ সংস্থা এএফপি বরাত দিয়ে ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে। ইরানও হুঁশিয়ারি দিয়েছে, তাদের বিরুদ্ধে নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌসম্পদের ওপর পাল্টা আঘাত হানবে।

বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত এড়ানোর কৌশল হিসেবে নেওয়া হয়েছে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ইরান ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতাকেও এই অবস্থানের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন