শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

এবার ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিল কিউবা

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩

প্রিন্ট করুন
গাজা

সিএন প্রতিবেদন: এবার দখলদার ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন কিউবা। এসময় দেশটির পক্ষ থেকে গাজা উপত্যকায় প্রায় আড়াই মাস ধরে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল এ মন্তব্য করেন।

মিগেল পোস্টে বলেন, ‘গাজায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে, তা সমগ্র মানবজাতির জন্য অপমানজনক। আর কত দিন এমন দায়মুক্ত পরিস্থিতি থাকবে! আর কত দিন এমন হত্যার পথ খোলা থাকবে! কিউবা কখনোই উদাসীনদের দলে থাকবে না। কিউবা বারবারই ফিলিস্তিনের পক্ষে কথা বলবে।’

দ্বীপরাষ্ট্রটি বারবার ফিলিস্তিনে সহিংসতার নিন্দা জানিয়েছে। এমনকি কিউবার পার্লামেন্টে ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতাও ঘোষণা করা হয়েছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন