সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

এবার পূর্ব ইউরোপে সেনা মোতায়েনের ঘোষণা বাইডেনের

শনিবার, জানুয়ারী ২৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: পশ্চিম ইউরোপের পর এবার পূর্ব ইউরোপে ন্যাটোর শক্তি বাড়াতে খুব শিগগির সেখানে কিছু সেনা মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি জোরদারের প্রেক্ষিতে উত্তেজনা বাড়ায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৮ জানুয়ারি) এ ঘোষণা দেন।

ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটনে ফিরে বাইডেন সাংবাদিকদের বলেছেন, ‘পূর্ব ইউরোপ ও ন্যাটোর দেশগুলোতে আমি স্বল্প সংখ্যক সেনা পাঠাচ্ছি।’

আমেরিকার মূলত পশ্চিম ইউরোপে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে। এখন উত্তেজনার প্রেক্ষিতে পূর্ব ইউরোপে সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করছে পেন্টাগন।

চলতি সপ্তাহে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘ন্যাটোকে সহায়তা করতে সম্ভাব্য মোতায়েনের জন্যে সাড়ে আট হাজার সৈন্যকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।’

ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। কিন্তু আমেরিকা আশংকা করছে, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তা প্রতিবেশী ন্যাটোর দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।

ইউক্রেনে হামলা চালানোর রাশিয়ার কোন পরিকল্পনা নেই, পুতিন এ কথা বার বার বলে আসলেও দেশটি ইউক্রেন সীমান্তে এক লাখেরও বেশি সৈন্য মোতায়েন করে রেখেছে।

এ দিকে, বাইডেন বলেছেন, ‘আমরা মূলত পোল্যান্ড ও রোমানিয়ায় সেনা উপস্থিতি বাড়াতে চাচ্ছি। এ দুইটি দেশ ন্যাটোরই অংশ।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন