চলমান ডেস্ক: পবিত্র মাহে রমজানে নিউইয়র্কে ফিতরা সর্বনিম্ন ৮ ডলার থেকে ৩৮ ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দারুস সালাম মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুকিত।
হাদিসের বরাত দিয়ে তিনি বলেন, পণ্যের দামের উপর নির্ভর করে ফিতরা নির্ধারণ করা হয়ে থাকে। আটার ক্ষেত্রে ফিতরা নির্ধারণ করা হলে সাড়ে তিন পাউন্ড আটার দাম হয় ৮ ডলার। বার্লির ক্ষেত্রে সাড়ে সাত পাউন্ড বার্লির দাম পড়ে ১৫ ডলার। কিসমিসের ক্ষেত্রে সাড়ে সাত পাউন্ড কিসমিস বা খেজুরের দাম পড়ে ৩৮ ডলার।
ইমাম মাওলানা আব্দুল মুকিত বলেন, ফিতরার পণ্যে স্থানীয় বাজারে কিছুটা কমবেশী হয়ে থাকে। সে অনুযায়ী স্থানীয় পণ্যের মূল্য নির্ধারণ করেও ফিতরা দেয়া যেতে পারে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন