বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

এবার ভূমিকম্পে কাঁপল কক্সবাজার

শনিবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: তুরস্ক, সিরিয়া ও তাজিকিস্তানের পর এবার ভূমিকম্পে কাঁপল কক্সবাজার। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৯ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইলেকট্রনিক অ্যাসিস্ট্যান্ট মো. জসিম উদ্দিন জানান, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। হালকা মাত্রার এ ভূমিকম্পের উৎস ছিল রাজধানীর আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৩৭৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে মিয়ানমারে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন