সিএন প্রতিবেদন: বিতর্ক যেন পিছু ছাড়ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। বয়স, মানসিক স্বাস্থ্য, লাগামহীন কথাবার্তার পর এবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে তার পায়ের নতুন জুতা নিয়ে। অধিক সফরের ধকল কাটাতে সম্প্রতি তাকে এক জোড়া নতুন জুতা পরতে হচ্ছে। আর এই জুতা নিয়েই রাজ্যের যত বিতর্ক!
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পায়ে দেখা যাওয়া রহস্যময় এই জুতা জোড়ার বিশেষ সুবিধা রয়েছে। এই জুতা দেখতে অনেকটা নৌকার নোঙরের মতো। রয়েছে প্রশস্ত সোল। হাঁটা ও হাইকিংয়ের জন্য এই জুতা সবথেকে বেশি আরামদায়ক। আর স্থিতিশীলতার জন্য খুবই ভালো। এমনটাই বলা হয়েছে জুতা তৈরির ব্র্যান্ড হোকার পক্ষ থেকে।
সবার চোখ এখন এই জুতার দিকেই।
বহুবার বিভিন্ন জায়গায় বাইডেনকে হোঁচট খেয়ে পড়তে দেখা গেছে। কখনো বিমানের সিঁড়িতে, কখনো মঞ্চে ওঠার সময় আবার কখনো সমতল জায়গায়। এ নিয়ে কম বিতর্ক হয়নি। গেল মাসে তার শারীরিক অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদনে বলা হয়, বাইডেন সংবেদনশীল পেরিফেরাল নিউরোপ্যাথি নামক পায়ের রোগে ভুগছেন। এ রোগের কারণে স্নায়ু দুর্বল হয়ে যেতে পারে।
এতদিন বাইডেনের বয়স ও মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অতি গুরুত্বপূর্ণ বিষয়ে অসংলগ্ন কথা বলা কিংবা একজনের জায়গায় আরেকজনের নাম বলে সমালোচনার পাত্র হয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন উপযুক্ত কি না- এ নিয়ে প্রশ্নের মধ্যেই বিতর্কের তালিকায় নতুন সংযোজন, জুতা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন