শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

এবার লাগাতার কর্মবিরতিতে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা

রবিবার, জুন ৩০, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে এবার সর্বাত্মক আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন (বাআবিঅফ)।

রোববার (৩০ জুন) সংগঠনের সভাপতি মীর মো. মোর্শেদুর রহমান ও মহাসচিব মো. নজরুল ইসলাম হিরা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন অর্ধদিবস কর্মবিরতি পালন করবে কর্মকর্তারা। পরবর্তীতে আগামী ৭ জুলাই থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়সমুহের কর্মকর্তা/কর্মচারি নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ন্যূনতম যোগ্যতার নির্দেশিকা-২০২২ প্রণয়ণ সংক্রান্ত দুটি সভায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের (বাআবিঅফ) প্রতিনিধিবৃন্দ কর্তৃক সংশোধনী এবং ১২ দফা দাবি তুলে ধরা হয়েছিল এবং খসড়া চাওয়া হয়েছিল। দুটি সভাতেই ফেডারেশনকে খসড়া দেওয়ার কথা দিলেও, ফেডারেশনকে কোন খসড়া দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা-২০২৩, সুপারিশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন বলে আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, সকল অংশিজনকে উপেক্ষা করে এক তরফা ভাবে অভিন্ন নীতিমালা সুপারিশ করেছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে দেখা যায়, তাদের যে সকল সুযোগ-সুবিধা বিদ্যমান আছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে? একই দেশে ভিন্ন ভিন্ন নিয়ম থাকতে পারে না। এটা অযৌক্তিক ও বৈষম্যমূলক। বিশ্ববিদ্যালয় পরিবার আজ অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন যাপন করছেন। সরকার ও বিশ্ববিদ্যালয় পরিবারের স্বার্থে এই সকল সিদ্ধান্ত প্রত্যাহার করার জোর দাবী জানাচ্ছি। এই সকল অযৌক্তিক, সাংঘর্ষিক ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্মসূচি চালিয়ে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন