সিএন প্রতিবেদন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখা কমিটি।
শনিবার (২৯ জুন) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়। পরে মহিউদ্দীন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্টগ্রামবাসীর প্রাণ প্রিয় অভিভাবক মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন গণমানুষের নেতা। শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে তাঁর অবদান চিরস্মরণীয়। গণমানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে তিনি কখনো কারো সাথে কোন আপস করেননি। চট্টগ্রামের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে তাঁর উদ্যোগেই চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়।
তিনি আরও বলেন, ভূতপূর্ব চট্টগ্রাম বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। অধ্যাপক আরেফিন তাঁর এও অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়নে জনাব এবিএম মহিউদ্দীন চৌধুরীর ভূমিকা আমাদেরকে চট্টগ্রামসহ দেশের উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা যোগায়।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন