সিএন প্রতিবেদন: অবশেষে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়েই এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ।তবে ইমার্জিং এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্স করে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম।
শনিবার (১২ আগস্ট) সকালে সংবাদ সম্মেলন করে ১৭ সদস্যদের দল ঘোষণা করেছে মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল।
প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট আলোচনা করে এই দলটা ঠিক করা হয়েছে। আলাদা রিজার্ভ বেঞ্চ নেই, এসিসি থেকেই ১৭ জনের সুযোগ ছিল।’
এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন