সিবিএন রিপোর্ট: সিবিএন রিপোর্টআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সন্দীপের সন্তান প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী এইচএম কবির শাহীন। সোমবার (১০ নভেম্বর) রাজধানীতে এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ ঘোষণা দেন। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় এইচএম কবির শাহীন বলেন, ‘আমি স্বাধীনচেতা মানুষ। কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করলে সেই স্বাধীনতা নাও থাকতে পারে। তাই আমি কোনো দলের প্রার্থী হতে চাই না। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, তাই স্বতন্ত্রভাবেই নির্বাচনে লড়ব।’
তিনি জানান, মানুষের জন্য কাজ করার আকাঙা নিয়ে রাজনীতিতে আসা। ‘আমি ১৯৯৫ সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যাই। ২০০৮ সালের পর থেকে দেশে ফিরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত আছি। দেশের প্রতি ভালোবাসা, মায়া-মমতা থেকেই ইউএসের আরাম-আয়েশ ছেড়ে দেশে ফিরেছি। দেশে কর্মসংস্থান তৈরি করেছি, মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। এই জায়গা থেকেই মনে হলো যদি নির্বাচনে অংশ নিই, তাহলে মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাব’।
ঢাকা-১৭ আসন বেছে নেওয়ার কারণ উল্লেখ করে এইচএম কবির শাহীন বলেন, ‘আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে হলেও আমি দীর্ঘদিন ধরে ঢাকার বনানীতে বসবাস করছি। এখানকার মানুষদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। তাঁরা সবাই চাচ্ছেন আমি যেন নির্বাচনে অংশ নিই। তাঁদের উৎসাহ ও প্রত্যাশা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। এলাকার মানুষের জন্য কিছু করা প্রয়োজন মনে করে নির্বাচন অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন গুলশান-বনানী এলাকার উন্নয়ন ও মানবিক সংকট নিয়ে আমি কাজ করতে চাই। ‘দেশের সবচেয়ে উন্নত এলাকা হলেও এখানেও অনেক খেটে খাওয়া মানুষ আছেন যারা নানা সমস্যা ও সংকটে ভুগছেন। আমি নির্বাচিত হলে তাঁদের পাশে দাঁড়াতে চাই, নিয়মিত সহায়তা ও স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে চাই। বাসস্থানসহ নিম্নআয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে বাস্তবভিত্তিক পরিকল্পনার পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের জন্য আন্তরিক ভাবে কাজ করবো।
তিনি আরও বলেন, ‘গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকার বড় সমস্যা ট্রাফিক, পাশাপাশি আছে নিম্নআয়ের মানুষের জীবনযাপন ও বাসস্থানের সংকট। আমি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা চিহ্নিত করব এবং বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেব। উন্নত এলাকা মানে শুধু দালানকোঠা নয়, বরং সবার জন্য সমান সুযোগ তৈরি করা। যেটা আমি বাস্তবায়ন করতে চাই।’
নির্বাচনকে কঠিন প্রতিযোগিতা হিসেবে আখ্যায়িত করে আমেরিকা প্রবাসী কবির শাহীন বলেন, ‘কোনো আসন থেকেই নির্বাচনে লড়া সহজ নয়। তবে যোগ্যতা, সততা ও মানুষের সঙ্গে সংযোগই আসল শক্তি। রাজনৈতিক পরিবার থেকে যারা আসেন, তাঁদের পরিচিতি বেশি। কিন্তু আমাদের মতো নতুনদের নিজের কাজ ও যোগ্যতা দিয়েই মানুষের মন জয় করতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সবাই যদি পাশে থাকেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামব। আমার লক্ষ্য রাজনীতি নয়, মানুষের জন্য কাজ করা, মানুষের মুখে হাসি ফোটানো।’
উল্লেখ্য, রাজধানীর অন্যতম মর্যাদাপূর্ণ রাজনীতি, ব্যবসা ও সংস্কৃতির অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের অংশগ্রহণে এ আসন সবসময়ই নির্বাচনী আলোচনা ও উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। ঢাকা-১৭ আসনে অন্তর্ভুক্ত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকা।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন