বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: এ বিজয় । মুয়াজ বিন এনাম

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১

প্রিন্ট করুন
FB IMG 16396314910984855 1

মুয়াজ বিন এনাম:

ঘরে জমা করা চাল-ডাল নেই; পান্তা আছে তো নুন নেই
ধানের গুদাম খালি পড়ে আছে, পয়সা-কড়ি তো শূন্যেই।
খেয়ে বাঁচা দায়; এসবের মাঝে বাকি যে সুদের চুক্তির
ঠিক সে সময় বললো কে যেন- এই সংগ্রাম মুক্তির।

ঘরে কেঁদে মরে ক্ষুধার জ্বালায় কাতর ছেলে ও কন্যায়
পাষাণ সে বাবা তবু বের হলো রুখে দিতে সব অন্যায়।
অসুস্থ বউ ঘরের ভেতর পেটের ব্যথায় কাতরায়
বুড়িটাকে একা ঘরে রেখে বুড়ো বের হলো সেই যাত্রায়।

মায়ের শাড়িটা এফোঁড় করেছে শত্রুর গুলিবর্ষণ
ভাইয়ের চোখের সামনে হাজারও বোনেরা তো হলো ধর্ষণ।
দীর্ঘ ন’মাস যুদ্ধের পরে আপন হয়েছে পর
জনতাজা রক্তের বিনিময়ে হলো স্বাধীন পতাকা অর্জন।

যে যুবক এক পলকও দেখেনি নতুন বধূর মুখটাও
যে বাবা ছেলের চিন্তা করেনি; খোঁজেনি নিজের সুখটাও।
যে মাঝি না খেয়ে দাড় টেনে গেছে; কুকুরে খেয়েছে ভাত তার
তোমাদের নয়; এ বিজয় হলো পবিত্র সেই আত্মার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন