মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

এ সময়ে বারান্দার গাছের যত্ন

মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

প্রিন্ট করুন

গরমে সবাই ক্লান্ত। আরও ক্লান্ত আপনার বাড়ির বারান্দাতে রাখা গাছ। গাছের পাতা শুকিয়ে নিষ্প্রাণ। শখের গাছের এই পরিণতি হলে তো সমস্যা। অনেকেই ভাবেন গরমে এমনই হয়। তবে সেটি ঠিক নয়। যত্নের অভাবেও হতে পারে এই দশা। এই গরমে গাছের যত্ন কিভাবে নেবেন জেনে নিন:

নিয়মিত পানি দিন
গরমে গাছে নিয়মিত পানি দিতে হবে। চড়া রোদ উঠে যাওয়ার পর পানি না দেওয়াই ভালো। এই সময় মাটি উত্তপ্ত থাকে বলে পানি দিয়ে কোনো লাভ হয় না। সকালের দিকে গাছে পানি দিন। আবার রাতেও পানি দিতে পারেন।

বিকালে পানি দিলে
বিকালের দিকে যদি পানি দেন তাহলে আগে মাটি পরখ করুন। মাটি গরম হলে পানি দেবেন না। মাটি ঠান্ডা হলে গাছে পানি দিন। নাহলে শিকড়ের ক্ষতি হবে। গাছও মারা যেতে পারে।

বেশি পানি দেবেন না
গরমে বেশি পানি দিলে গাছ ভালো থাকে। এমন ধারণা ঠিক নয়। বেশি পানি দিলে বরং গাছের গোড়া পচে যেতে পারে। সেক্ষেত্রে গরমে মাঝেমাঝে গাছে পানি স্প্রে করতে পারেন।

গাছে ছায়া দরকার
এই কড়া রোদে গাছে ছায়া প্রয়োজন। সব সময় রোদে রাখার দরকার নেই। চেষ্টা করুন শেড দেওয়ার।

পোকার উপদ্রব
এই গরমে পোকা যে ভোগাবে তা নিয়ে সন্দেহ নেই। সার তৈরির সময় এ দিকটি খেয়াল রাখুন। গাছের গোড়ায় গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন। তা হলে পোকা লাগার ঝুঁকি কমবে।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন