নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ছুটিরদিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়টির চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে ‘গুরুত্বপূর্ণ খবর’ হিসেবে জোর দিয়ে এক সতর্ক বার্তায় বলা হয়, সম্প্রতি শিক্ষার্থীদের করোনা পরীক্ষার ফলাফল বেশ নেতিবাচক। এটি আমাদের উদ্বেগ বাড়িয়েছে । তবে এতে ভয়ের কিছু নেই আমাদের সতর্ক থাকতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো বলে, আমরা ঘোষণা করছি করোনা পরিস্থিতি অবনতির জন্য ক্যাম্পাসের অভ্যন্তরের সকল সভা সমাবেশ সাময়িক বন্ধ থাকবে। সেই সাথে পরীক্ষাগুলোও আপাতত স্থগিত করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সঠিক সময়ে স্নাতক শেষ করতে অনলাইনে পরীক্ষার বিষয়ে ভাবছি। সকল অনুষদ শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে।
প্রিন্সটন ইউনিভার্সিটির ডিন জিল ডলান এবং ক্যাম্পাস লাইফের ভাইস প্রেসিডেন্ট রোচেল ক্যালহাউন এক বিবৃতিতে বলেছেন, গত ২৪ ঘন্টায় শিক্ষার্থীদের মধ্যে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়েছে। আমরা পরীক্ষার জন্য ছুটিরদিন নষ্ট করতে চাই না। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় প্রিন্সটনের সমস্ত ইনডোর ইভেন্ট বাতিল করা হবে।
এর আগে গতকাল মঙ্গলবার কর্নেল ইউনিভার্সিটি ইথাকাতে প্রায় ৫০০ শিক্ষার্থীর দেহে করোনা শনাক্ত হওয়ার বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। সেই সাথে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন