নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ১২০টি দেশ থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামার কোয়ার্টার ওরিয়েন্টেশন ২০২৫। গত ৯ জুলাই (বুধবার) ভার্জিনিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন নেপাল, ভারত, পাকিস্তান, চীনসহ বহু দেশের শত শত শিক্ষার্থী।
সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হাসান কারা বার্ক। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘তোমরা স্বপ্ন দেখো, আমরা তোমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের হাত ধরেই এগিয়ে যাব।’ প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু বকর হানিফ বলেন, শিক্ষার্থীদের জীবনে একাডেমিক জ্ঞানের পাশাপাশি মানবিক ও বাস্তব জীবনের দক্ষতা অর্জন জরুরি, আর ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই দিক নির্দেশনা দিতেই প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্ববিদ্যালয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ফারহানা হানিপ বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে ভালোবাসা, দায়িত্ব ও খোঁজখবর রাখার মধ্যেই রয়েছে সত্যিকারের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়। এরপর বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রতিনিধি দল শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। এসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এফ-১ স্ট্যাটাস, ভিসা রেগুলেশন ও একাডেমিক প্রসিডিউর নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস ট্যুরে শিক্ষার্থীরা ঘুরে দেখেন একাডেমিক ভবন, গ্রন্থাগার, ল্যাবরেটরি ও স্টুডেন্ট সেন্টার। মধ্যাহ্নভোজে অংশগ্রহণকারীদের মধ্যে গড়ে ওঠে নতুন বন্ধুত্বের সম্পর্ক। দুপুরের পর শুরু হয় বিভাগভিত্তিক ওরিয়েন্টেশন সেশন, যেখানে শিক্ষকদের কাছ থেকে শিক্ষাপদ্ধতি, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিক নির্দেশনা পান শিক্ষার্থীরা।
ওরিয়েন্টেশন শেষে অংশগ্রহণকারীরা জানান, এটি তাদের আত্মবিশ্বাস ও প্রস্তুতিকে নতুন মাত্রা দিয়েছে। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন