চলমান ডেস্ক: টি-২০ এর পর ওয়ানডে ক্রিকেটেও ভারতীয় দলের অধিনায়কত্ব হারালেন বিরাট কোহলি। তার জায়গায় ভারতের ওয়ানডের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। বর্তমানে টি-২০রও অধিনায়ক রোহিত।
বুধবার (৮ ডিসেম্বর) রাতে টুইটারের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজই হবে রোহিতের প্রথম অ্যাসাইনমেন্ট। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে ভারত। এমনকি, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলেরও সহ অধিনায়ক করা হয়েছে রোহিতকে।
টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন কোহলি। এরপরই টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব পান রোহিত। বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলে ভারত। রোহিতের নেতৃত্বে কিউইদের হোয়াইটওয়াশ করে ভারত।
বিভিন্ন সময়ে দলের প্রয়োজনে ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার অধীনে দশ ম্যাচে আটটিতে জয় ও দুইটি হার টিম ইন্ডিয়ার। এবার পাকাপাকিভাবে দলের নেতৃত্বে পেলেন রোহিত।
আর কোহলির অধীনে ৯৫ ম্যাচে ৬৫টি জয়, ২৭টি হার, একটি টাই ও দুইটি পরিত্যক্ত হয়। তবে আইসিসির বড় কোন ইভেন্টে দলকে সাফল্য এনে দিতে পারেননি কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন রোহিত। অধিনায়ক হিসেবে আইপিএলে কোহলির কোন সাফল্য নেই।
বিসিসিআইয়ের বেশ কয়েকটি সূত্র জানায়, কোহলির ওপর চাপ কমাতেই সাদা বলের দুই সংস্করণে রোহিতকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন শুধুমাত্র টেস্টেই ভারতের নেতৃত্বে থাকবেন কোহলি।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন