চলমান ডেস্ক: বন্দুকধারীর গুলিতে ওয়াশিংটনের একটি হোটেলে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
টুইটার বার্তায় ডিসি পুলিশ ডিপার্টমেন্ট জানায়, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রথম প্রহরে একটি আবাসিক এলাকার কাছের একটি চেইন হোটেলে এ বন্দুক হামলায় পাঁচ জন গুলিবিদ্ধ হন ও পরে তাদেরকে একটি হাসপাতালে নেয়া হয়।
ওই টুইটার বার্তায় বলা হয়, ‘হোটেল ডেজ ইন’ এ ঘটনায় গুলিবিদ্ধ চার প্রাপ্ত বয়স্ক নারীকে এমপিডি শনাক্ত করেছে।’
সেখানে হামলার শিকার আরেক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে।
ওয়াশিংটন পুলিশ কয়েক ঘণ্টা ধরে ওই এলাকা ঘিরে রেখেছে ও তদন্ত শুরু করেছে।
ওয়াশিংটনের পাশের একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হোটেলের একটি কক্ষে পার্টি চলাকালে বন্দুক হামলা শুরু হলে রাতে ঘটনাস্থলে পুলিশ ডেকে পাঠানো হয়। ওই এলাকায় অনেক দূতাবাস ও নিউজ আউটলেট রয়েছে।
পুলিশ কমান্ডার ডানকান বেডলিয়ন স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে বলেন, ‘তারা অতীতে এ হোটেলের বিষয়ে ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে অনেক অভিযোগ পেয়েছে।
তিনি আরো বলেন, ‘আমরা মাদক কর্মকান্ড সংক্রান্ত অভিযোগ পাই ও তা মোকাবেলায় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে আমরা সক্রিয়ভাবে কাজ করি।’
তবে হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন