বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শিরোনাম

ওয়াশিংটন ডিসিতে নানা আয়োজনে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন

সোমবার, জুলাই ২৮, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে উদ্‌যাপিত হলো জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী।
শুক্রবার (২৫ জুলাই) দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘July Beyond Borders’।

আয়োজকেরা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভূতপূর্ব অংশগ্রহণে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের এক মাইলফলক। এই গণআন্দোলনের পরিণতিতেই পতন ঘটে তৎকালীন হাসিনা সরকারের।

বক্তারা বলেন, সরকারের পতনের আগে কমপক্ষে ১ হাজার ৪০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়। এই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়।

অনুষ্ঠানে গণআন্দোলনের পোস্টার, আলোকচিত্র ও গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দূতাবাস সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থান করেও যারা এই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের অনেকেই আমন্ত্রিত হয়ে অংশ নেন এ আয়োজনে। তারা আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও দেখেন এবং স্মৃতিচারণা করেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী নাগরিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন