বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলা, নিহত ৪

শনিবার, এপ্রিল ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় চার জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভকবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে শনিবার (২৩ এপ্রিল) সিএনএন’র প্রতিবেদনে বলা হয়। 
জানা গেছে, শুক্রবার অজ্ঞাত এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এক কিশোরীসহ চারজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে সবাই মারা যান।

পুলিশ জানান, ধারণা করা হচ্ছে এ হামলায় সন্দেহভাজন ব্যক্তি যে অ্যাপার্টমেন্টে ছিলেন, সেখানে পুলিশ সদস্যরা প্রবেশের সময় তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম র‌্যামন্ড স্পেনসার এবং তার বয়স ২৩ বছর।
হামলাকারীর উদ্দেশ্য ছিল সম্প্রদায়ের লোকদের ওপর হামলার ঘটনা ঘটানো। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে দিন দিন বন্দুক হামলাসহ সহিংস ঘটনা বেড়েই চলেছে। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার একটি ব্যস্ত শপিং মলে বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।  
আইআই/সিএন

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন