সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শিরোনাম

কঠিন শর্তে ১০৬ কোটি ডলারের বিদেশি ঋণ নিচ্ছে সরকার

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫

প্রিন্ট করুন

বাংলাদেশ সরকার নতুন করে প্রায় ১০৬ কোটি ডলার সমপরিমাণ বিদেশি ঋণ নিতে যাচ্ছে। তবে এগুলো হবে অনমনীয় বা কঠিন শর্তের ঋণ। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে ৩৬টি প্রকল্প ঋণ সহায়তার জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে মাত্র সাতটি বড় প্রকল্প প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। এই ঋণের অর্থ ব্যয় হবে পানি সরবরাহ, সেতু নির্মাণ, বিদ্যুৎ অবকাঠামো এবং রেলপথ উন্নয়নের মতো খাতে।

অনমনীয় ঋণের শর্ত সাধারণত কঠোর হয়—সুদের হার বাজারভিত্তিক, রেয়াতকাল কম এবং পরিশোধের মেয়াদও সংক্ষিপ্ত। নমনীয় ঋণের সুযোগ সংকুচিত হওয়ায় সরকারকে এখন এ ধরনের ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রকল্পগুলো দেশের উন্নয়নে সহায়ক হলেও অনমনীয় ঋণের চাপ ভবিষ্যতে রাজস্ব খাতে চাপ বাড়াতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন