বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

শিরোনাম

কত টাকার মালিক আর্জেন্টাইন ফুটবলার মেসি?

রবিবার, নভেম্বর ২০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: এই গ্রহের সেরা ফুটলার হিসেবে পরিচিত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন। আর্জেন্টিনার রোজারিওতে হোর্হে মেসি ও সেলিয়া মারিয়া কুচিত্তিনির সংসারে তৃতীয় সন্তান তিনি।

আর্জেন্টিনা, ইতালি ও স্পেনের পাসপোর্টধারী মেসি ২০০৮ সালে মডেল–ডায়েটিশিয়ান আন্তোনেল্লা রোকুজ্জোর প্রেমে পড়েন। তখন মেসির বয়স ২১ আর রোকুজ্জোর ২০। পাঁচ বছর বয়স থেকে মেসি রোকুজ্জোকে চেনেন। রোকুজ্জো তাঁর ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু ফুটবলার লুকাস স্কালিয়ার কাজিন।

২০০৯ সালের জানুয়ারিতে, প্রেমের মাত্র বছরখানেকের মধ্যেই মেসি এক সাক্ষাৎকারে তাঁর ও রোকুজ্জোর সম্পর্কের কথা জানান। পরে ২০১৭ সালের ৩০ জুন আর্জেন্টিনার রোজারিওর বিলাসবহুল হোটেল সিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মেসি। বিয়ের আগে প্রায় ১০ বছর এক ছাদের নিচে ছিলেন তাঁরা। মেসি ও রোকুজ্জোর তিন ছেলে—থিয়াগো (১০), মাতেও (৭) ও সিও (৪)।

ফোর্বস ম্যাগাজিনের মতে, ২০২২ সালের নভেম্বরে মেসির মোট সম্পদের পরিমাণ ৬০০ মিলিয়ন ডলার বা ৬ হাজার ১৭৮ কোটি টাকা! তিনি বিশ্বের ধনী ফুটবলারদের একজন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন