আজ পাখিটি নীড়ে ফেরেনি!
আজ তাদের জমানো গল্পও হয়নি!
কেবল পাখিটির জন্য অবিরাম দৃষ্টিতে অপেক্ষা..
শুধু সে ফিরবে বলেই বোধহয় এতটুকু আশা রাখা!
সময় গড়িয়ে দিনের খেলা শেষে মাস পেরুলো,
তবুও তার সঙ্গী পাখির অপেক্ষা একটুও না কমলো!
কি অদ্ভুতভাবে সে আজও তার অপেক্ষা করে,
‘এই বুঝি উড়ে এসে পাশে বসবে অনেক দিন পরে’
তারপর জুড়ে দিবে গল্প যত তার জমানো ছিল!
‘কেমন করে সে ঝক্কি পোহিয়ে উড়ে এখানে এল’
কল্পনার বোধহয় সত্যরূপ বলতে কিছু হয় না,
তাইতো সব কল্পনার সে রকম কোন মানেও হয় না!
রাত্রি হলে আজও দু’চোখ হারায় শুধু তারে,
ভুল করেও যদি কখনো সে চেনা গন্তব্যে ফেরে!
অবেলায় পড়ে থাকুক জমানো গল্পের দল,
আশায় ভালবাসা থাকুক, চোখে থাকুক স্বপ্নের ছল!
কবি: অভিনয় ও সঙ্গীত শিল্পী, চট্টগ্রাম
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন