একগুচ্ছ পলাশ হাতে দাঁড়িয়েছি বর্ণমালার কাছাকাছি
ছুঁতে চাই, অ আ ক খ থেকে ঝরে পড়া রক্ত
তারা জানে, প্রভাত ফেরির আগুন, শিমুলের চেয়েও লাল
গৌরবের বাহান্ন, অহংকারের বাকশক্তি, জিতেছে চিরকাল
শ্রদ্ধাঞ্জলিতে টইটম্বুর শহিদমিনার, এখানে বলতে আসিনি
শুনতে এসেছি অগ্রজ প্রজন্মের অর্জিত ইতিহাস।
শোক আমায় কাঁদায় না, সাহস যোগায়
দ্রোহ আমায় রাগায় না, বিজয় শেখায়
পরাজয় আমার ভেতর জয়ের সম্ভাবনা জাগায়
আমি জেনেছি, অর্জন মানে বিসর্জনের প্রতিদান
বীরের এই আত্মদান, চিরদিন থাকবে অম্লান
তাই প্রতিটি শ্রদ্ধাঞ্জলির উৎসবে, মুখোমুখি দাঁড়াই
খুঁজতে থাকি দেশমাতৃকার আকাশছোঁয়া বীরত্বগাঁথা
দেখি পিতা হারানো সন্তানের চোখে অথৈ নদী
মায়ের কপালের ভাঁজে, বীরের জন্য সঞ্চিত আদর
বিধবার ধুসর পোশাকে চূর্ণবিচূর্ণ জীবনের গল্প
অপেক্ষার দীর্ঘশ্বাসে যুবতির পুড়ে যাওয়া প্রেম
যুদ্ধরত যুবকের বুক জুড়ে মানচিত্রের উল্লাস।
এসব হাজার বছরের সংস্কৃতি চিনতে শেখায়
আমি শহীদ মিনারের কাছে তাই শুনতে আসি।
অর্জনের সৌধ আমাকে স্পষ্ট উচ্চারণে বলেছে
এ মৃত্তিকার প্রতিটি প্রাপ্তিতেই আছে আত্মদান
পৃথিবীর কোথাও দ্বিতীয়টি পাবে না খুঁজে আর
রক্তের বুদবুদ রক্ষা করেছে ‘মা’ শব্দটির মধুময় উচ্চারণ
বিশ্ববাসী পেয়েছে তার মাতৃভাষার স্বীকৃতি।
অভ্যুদয় ঘটিয়েছে ভাষার নামে একটি মাত্র দেশ
‘বাংলাদেশ বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ।
কবি: অভিনেতা, কথাসাহিত্যিক, ঢাকা, বাংলাদেশ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন