স্নিগ্ধ আলোক রশ্মি ছড়ায়,
জাগে নূতন ঊষা
পঙ্কিল রূপী আঁধার কাটুক,
জগতে সৌম্য, শান্তি আসুক
করি এ প্রত্যাশা।
বরণ করি, স্বাগত জানাই
এসো বৈশাখ এসো
জগতে বিলাও শান্তির ধারা,
সমৃদ্ধি নিয়ে এসো।
ঐ শোনা যায় আগমনী সুর
এসো এসো এসো
নতুন আশায়, নব প্রত্যয়ে
এসো বৈশাখ এসো।
দূর হয়ে যাক দুঃখ-বেদনা,
হতাশা, দ্বন্দ্ব, ভয়
রোগ, শোক, তাপ, মহামারী
কলুষতা হোক ক্ষয়।
আবার এল বছর ঘুরে পহেলা বৈশাখ
নতুন প্রাণের ছন্দে জাগো,
বাজাও কাসর, ঢাক।
ঢোলের বোলে শিহরণ জাগে
বাঙ্গালীদের প্রাণে
নববর্ষকে বরণ করে আনন্দ, নাচ, গানে।
প্রভাতফেরী, বৈশাখী মেলা
লাখো প্রাণের মিলনমেলা,
জাতি ভেদ ভুলে গায় সকলে
বাঙালীর জয়গান।
আমরা বাঙালি—
নই মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান।
এক দিনের বাঙালি না হয়ে যদি
মনে প্রাণে বাঙালি হই,
দূর্নীতি আর জঙ্গিবাদ মুক্ত হবে
সোনার বাংলা
সেই দিন খুব দূরে নয়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন