শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

কবিতা: কাঠগড়া  । রাজন মনরাই

বৃহস্পতিবার, মে ১, ২০২৫

প্রিন্ট করুন

কাঠগড়া চিবিয়ে সম্মানিত অতিথি,
রক্তাক্ত হাতে হাত মিলিয়ে ধন্য তুমি।

আচ্ছা, মুখোমুখি দাঁড়ালে ফাঁটে না তোমার ঠোঁট?
ধর্মাবতার- চুপ কেন?

কালো কাপড়ের পকেটে টাকার বান্ডিল।
কাঁধে স্বপ্নের খাঁচা, পিঠে পরিবারের চাবুক আমার।

একটুও কি নড়ে না তোমার বিবেকের পাল্লা?
আমি কি নেয় পাবই না?

শূন্যতার কন্ঠে লোকানো চিৎকার-
আমিও তো তোমার সন্তান,
পারিশ্রমিক দাও না হয়, শাস্তি দাও।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন